দেশের ৯০ ভাগ নদী এখন দখলমুক্ত : নৌপ্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দেশের ৯০ ভাগ নদীর জায়গা বর্তমানে দখলমুক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে জাতীয় নদী রক্ষার আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় বক্তারা, রাজধানীর চারপাশের নদী বাঁচাতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র ও ওয়াসা চেয়ারম্যানকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন।
ঢাকায় সিরডাপ মিলনায়তনে বিশ্ব নদী দিবস উপলক্ষে রাইটস অব রিভার্স শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নদী রক্ষা কমিশন।
সভায় নদী দূষণের বিভিন্ন কারণ তুলে ধরেন ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাদ।
এসময় ঢাকার রামচন্দ্রপুর খাল দখল হওয়ার কারণকে উল্লেখ করে নদী রক্ষা কমিশন চেয়ারম্যান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র ও ওয়াসা চেয়ারম্যানকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।
পরিবেশের ক্ষতি করে কোনো প্রকল্প নিবে না সরকার। পরিবেশ দূষণের তালিকা অনুযায়ী নদীর পাড়ে অস্থায়ীভাবে বসে যাওয়া বাজারগুলো উচ্ছেদ করা হবে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।
নদী দূষণ মুক্ত ও সচল রাখতে সবার সহযোগিতার কথা জানান মন্ত্রী।