দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন হবে আগামী ২৮ ডিসেম্বর

- আপডেট সময় : ০৭:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫০৫ বার পড়া হয়েছে
প্রথম ধাপে দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন হবে আগামী ২৮ ডিসেম্বর। এ দফায় সব নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হবে। বিকেলে এ তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি সচিব জানান, সারাদেশের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোতে ভোট হবে ৪ থেকে ৫ দফায়।
বর্তমানে সারাদেশে মোট পৌরসভার সংখ্যা ৩২৯টি। এর মধ্যে মার্চ পর্যন্ত ২২৪টি পৌরসভার মেয়াদ শেষ হবে। করোনা পরিস্থিতিতেও পর্যায়ক্রমে এসব পৌরসভায় নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর। সচিব জানান, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে। ইসি সচিব আরো জানান, মার্চের মধ্যে মেয়াদ শেষ হওয়া পৌরসভায় নির্বাচনের পরিকল্পনা নেয়া হয়েছে। তবে সক্ষমতা বিবেচনা করেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেবে কমিশন।