দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ
- আপডেট সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ১৮৪২ বার পড়া হয়েছে
দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত বিভিন্ন জেলার জনজীবন। তীব্র শীতে ক্ষতিগ্রস্থ আলু-মরিচ সরিষাসহ বোরো ধানের বীজতলা।
দিনাজপুরের ১৩ উপজেলায় অব্যাহত শীতের দাপট। চরম কষ্টে দিন এনে দিন খাওয়া মানুষ। শীতেল তীব্রতায় চাষাবাদ নিয়ে বিপাকে কৃষক। স্থানীয় আবহাওয়া কর্মকর্তা মোঃ আসাদ জানান, জেলার সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৪ শতাংশ।
পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। ঘন কুয়াশায় ঢাকা রাস্তা-ঘাট। হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ।দিনেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি।
কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহের সাথে কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। ঘন কুয়াশায় কয়েকদিন দিন ধরেই চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ।
মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জেও। জেলায় সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে স্থবির জনজীবন। কাজে যেতে না পেরে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। শীতের প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও।
চুয়াডাঙ্গায় এক সপ্তাহ ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। জনজীবনে নেমেছে স্থবিরতা। তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কনকনে ঠাণ্ডায় কাজে যেতে পারছেন না দিনমজুর। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ। আবহাওয়া অফিস জানায়, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।