দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মুজিব : একটি জাতির রূপকার’
- আপডেট সময় : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১৭২৬ বার পড়া হয়েছে
আগামী ১৩ অক্টোবর দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। এই সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। আর ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। সিনেমাটি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকছে জাজ মাল্টিমিডিয়া।
এরই মধ্যে সিনেমাটির পোস্টার, ট্রেলার ও গান প্রকাশ করা হয়েছে। এর বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন নির্মাতা।
এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এই সিনেমার গল্পটাও আমি জানতে চাইনি। কারণ নির্মাতা শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য। আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি, যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে না পারি, তাতেও কোনো আক্ষেপ থাকবে না।’
ছোট রেনুর চরিত্রে অভিনয় করেছেন নায়িকা দীঘি। তিনি বলেন, ‘আমি রেনুর ১৩-১৭ বছর বয়সের চরিত্রে অভিনয় করেছি। বড় রেনু চরিত্রে পরে অভিনয় করেন তিশা আপা। আমি আমার চরিত্রে মিশে যেতে চেয়েছি। পেরেছি কি না তা আপনারা দেখে জানালেই আমি বুঝতে পারব। আমি ও আমার বাবা সুব্রত এই ছবিতে অভিনয়ের জন্য অডিশন দেই। আমি চ্যান্স পাই। বাবা পাননি। এরপরও বাবা খুশী। আমি রেনু চরিত্রে অভিনয় করতে পেরেছি বলে। আসলে আমি ভারতে শুটিং করার সময় দেখেছি অভিনয় শিল্পীরা কি রকম পরিশ্রম করেছেন। যে যার চরিত্র ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করেছেন।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, দিলারা জামান, সায়েম সামাদ, শহীদুল আলম সাচ্চু, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ, মিশা সওদাগর ও জায়েদ খান।