দেশের স্বার্থ বিলিয়ে দিতে প্রধানমন্ত্রী বারবার ভারত সফর করছেন : আমীর খসরু
- আপডেট সময় : ০৮:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
শুধুমাত্র ক্ষমতায় থাকতে, দেশের স্বার্থ বিলিয়ে দিতেই বর্তমান প্রধানমন্ত্রী প্রোটোকল ভেঙ্গে বারবার ভারত সফর করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এসএটিভির সাথে আলাপকালে একথা বলেন আমির খসরু। বর্তমান সরকারের সময়ে দুর্নীতির যেসব খবর গণমাধ্যম প্রকাশ পাচ্ছে, তা অতি সামান্য মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতি সমুদ্রের মতো গভীর।
দীর্ঘ এক মাস বিদেশে চিকিৎসা শেষে, ঢাকায় ফিরে বনানীর অফিসে এসএটিভির সাথে সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থ বিষয়ে তিনি জানান, পরিকল্পিতভাবে সরকার তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সরকারের বার বার ভারত সফরের সমালোচনা করে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের যেসব চুক্তি হয় তাতে ভারত বেশি লাভবান হয়। সরকার ক্ষমতা থাকতে এসব চুক্তি করছে। ক্ষমতা থেকে বিদায় নেয়ার পর আওয়ামী লীগের দুর্নীতির গভীরতা সম্পর্কে মানুষ জানতে পারবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।