দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে
- আপডেট সময় : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ১৮৭৫ বার পড়া হয়েছে
হিমাঞ্চল জেলা পঞ্চগড় ও দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
উত্তরের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত প্রবাহ। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। বৃষ্টির মত ঝড়ছে কুয়াশা। হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে সড়ক মহাসড়কে। পঞ্চগড়ে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের এবং গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।
দিনাজপুরে তাপমাত্রার পারদ আরো নিম্নমুখী। বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় ছেয়ে গেছে ১৩ উপজেলা। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। দিনাজপুর আবহাওয়া কর্মকর্তা মোঃ আসাদ জানান, সকাল ছয়টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ। এমন বৈরী আবহাওয়া আরো কয়েকদিন থাকবে বলে জানান তিনি। শীতের তীব্রতায় বাড়ছে শীত জনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে মানুষজন। সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ডিগ্রী সেলসিয়াস।