দেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখার বিষয়ে পরিবর্তন আসতে পারে : জি এম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখার বিষয়ে পরিবর্তন আসতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বিকেলে কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনা সভায় সাম্প্রতিক ভাইরাল হওয়া রাষ্ট্রধর্ম নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বক্তব্য প্রসংঙ্গে এই আশংকার কথা জানান তিনি। এ ব্যাপারে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহবান জানান জিএম কাদের। সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবিলা ও পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ, উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কুমিল্লার ঘটনা নিয়ে সারাদেশে যে সহিসংতা ঘটেছে সেটি প্রতিরোধেও কোন সাফল্য নেই সরকারের। পরে ঈদে মিলাদুন্নবীর দোয়া ও মোনাজাতে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।