দেশের রাজনীতি আবার সংঘাতে দিকে এগুচ্ছে যা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত : জি এম কাদের

- আপডেট সময় : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫০৬ বার পড়া হয়েছে
দেশের রাজনীতি আবার সংঘাতে দিকে এগুচ্ছে যা, গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। সম্প্রতি উপ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বাস পোড়ানো ঘটনার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি ।বর্তমান শাসন ব্যবস্থা গণতান্ত্রিক নয় বলেও অভিযোগ করেন জি এম কাদের । এসময় দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদে বাবলু বলেন, উপ-নির্বাচনে ভোটারদের কম উপস্থিতি সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার প্রতিফলন। সকালে বনানীর চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বলেন তারা ।
নির্বাচনী প্রতিহিংসার বলি হয়ে এভাবেই পড়ুতে থাকে শ্রমিক ও মালিকের শ্রমে ঘামে গড়ে তোলা গণপরিবহন। গেল বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বাস পোড়ানো এই দৃশ্য মনে করিয়ে দেয় ৫ জানুয়ারির নির্বাচন কেন্দ্রিক সহিংসতার কথা। যদিও নিরুত্তাপ ও অনেকটা ভোটারবিহীন ভাবেই শেষ হয় ঢাকা ১৮ আসনের উপনির্বাচন।
শনিবার বনানীর চেয়ারম্যান কার্যালয়ে এই মতবিনিময় ও পরিচিত সভার আয়োজন করে জাতীয় মৎসজীবী পার্টি। এ সময় সমসাময়িক আলোচনা ছাপিয়ে উঠে উপ-নির্বাচন প্রসঙ্গ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সরকারে চলমান শাসন পদ্ধতির সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
দেশের রাজনৈতিক সংঘাতের পূর্বাভাস দেখা দিচ্ছে দাবী করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান জি এম কাদের।