দেশের মানুষের সমর্থন ছাড়াই বর্তমান সরকার ক্ষমতায় বসে আছে : ড. খন্দকার মোশাররফ হোসেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ২০৩৪ বার পড়া হয়েছে
দেশের মানুষের সমর্থন ছাড়াই বর্তমান সরকার ক্ষমতায় বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেন, নিজেদের শাসন পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে এই সরকার।
আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই সরকার। ইভিএমের নামে দেশের ৮ হাজার কোটি টাকা লুটপাটের ব্যবস্থা করছে সরকার ও নির্বাচন কমিশন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি আরো বলেন, ভোট ছাড়া নির্বাচিত সরকার ৩৫ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। বিবিসিকে দেয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের সমালোচনা করে ড. খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে গণতন্ত্র হত্যা করা হয়, লুটপাট হয়।