খেলায় দর্শকরা যে কোন দলকে সমর্থন করতে পারে। তবে, দেশের মাটিতে দেশের বিপক্ষে গিয়ে কোন অশোভন আচরণ কাম্য নয় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি, মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট ম্যাচে পাকিস্তানের সমর্থনে আপত্তিকর আচরণ করেছে কেউ কেউ। তা ভিডিও দেখে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারা বাংলাদেশি হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।