দেশের মাটিতে এই প্রথম ফুটেছে সৌন্দর্যের রাণী খ্যাত টিউলিপ ফুল
- আপডেট সময় : ০২:৩৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৮২৭ বার পড়া হয়েছে
দেশের মাটিতে এই প্রথম ফুটেছে সৌন্দর্যের রাণী খ্যাত টিউলিপ ফুল। নেদারল্যান্ডের শীতল আবহাওয়ায় চাষ হওয়া টিউলিপ এবারই প্রথম ফুটেছে উত্তরের হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড়ের তেতুঁলিয়ায়। চাষ করছেন স্থানীয় আট নারী উদ্যোক্তা। বছরের কয়েকমাস পঞ্চগড়ে শীত ঋতু বিরাজ করায় বিদেশী এ ফুলটি বাণিজ্যিকভাবে চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পঞ্চগড়ের আবহাওয়ায় টিউলিপ ফুল ফোটায় ফুলের রাজ্যে যোগ হলো নতুন দিগন্ত।
সমতলে চা চাষের পর এবার ফুলের রাজ্যে যোগ হলো বিদেশী ফুল টিউলিপ। পঞ্চগড়ের তেতুঁলিয়ার দর্জিপাড়া ও সারিয়ালজোত গ্রামের আট নারী উদ্যোক্তা পরীক্ষামূলক ভাবে প্রত্যেকে ৫ শতক জমিতে টিউলিপের চাষে সাফল্য দেখিয়েছেন। শীত প্রধান দেশে বর্ষজীবি টিউলিপ ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয়। বিষয়টি মাথায় রেখে আট নারী টিউলিপ চাষে এগিয়ে আসে। সংশ্লিষ্টরা বলছেন, দেশব্যাপী বাহারী রঙের এই ফুলের চাহিদা থাকায় যে কেউই টিউলিপ ফুলের চাষ করে সাবলম্বী হতে পারেন। এদিকে দেশের মাটিতে টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই বাগানে ভীড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।
উদ্যোক্তরা বলছেন, পরীক্ষামূলক ভাবে টিউলিপ চাষ করে সফল হয়েছেন তারা। এখন ফুলের বাজার চাহিদা ও দাম পেলে নতুন উদ্যোমে বিদেশী এ ফুলটি আরও বড় পরিসরে চাষ করবেন।
টিউলিপ ফুলের সৌন্দর্য দেখতে আসা ফুলপ্রেমী লোকজনরা বিদেশী বাহারী রঙের টিউলিপ দেখে অভিভূত বলে জানালেন।
টিউলিপ ফুল চাষ তেতুঁলিয়ার অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরী করবে বলে জানালেন ইএসডিও’র এই কর্মকর্তা। শীত প্রধান দেশের বসন্তকালীন টিউলিপ ফুল তেতুঁলিয়ায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। ফুলটি নিয়ে গবেষণা ও আবহাওয়া সহনশীল জাত আবিষ্কার করা হলে এ ফুল বর্হিবিশ্বে রপ্তানী করে বৈদেশীক মূদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন তেতুঁলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা।
জেলায় দীর্ঘ সময় ধরে শীত ও পর্যটন এলাকা হওয়ায় আগামীতে টিউলিপ চাষের পরিধি বাড়বে বলে আশা প্রকাশ করেছেন জেলা কৃষি অধিদপ্তরের এ শীর্ষ কর্মকর্তা। বেসরকারি সংগঠন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠোপোষকতায় ইকো সোস্যাল ডেভলেভমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) টিউলিপ চাষে নারী উদ্যোক্তাদের সার্বিক সহায়তা করছে।