দেশের ভেতরে-বাইরের চাপ নিয়েই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৯:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে দেশের ভেতরে-বাইরে অনেক চাপ ছিল; জনগণ পাশে থাকায় পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় একথা বলেন তিনি। সভায় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংশোধনীসহ ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এছাড়া বিদ্যুতের বকেয়া বিল আদায়ে কঠোর হতে নির্দেশ দেন শেখ হাসিনা।
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৬তম একনেক বৈঠকে প্রায় দুই বছর পর সশরীরের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে নানা চাপের কথা জানান প্রধানমন্ত্রী।
সভায় ২ হাজার ৬৬৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংশোধনীসহ ৯টি প্রকল্পের অনুমোদনের কথা জানান পরিকল্পনা মন্ত্রী।
এসময় প্রান্তিক চাষীদের আর্থিক সক্ষমতা বাড়াতে ১ লাখ ১৮ হাজার জনকে ক্ষুদ্র ঋণের আওতায় আনা হবে বলেও জানানো হয়।