দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন সুইজারল্যান্ড ও জার্মানীর ২৮ পর্যটক
- আপডেট সময় : ০৬:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
বরিশালসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখছেন সুইজারল্যান্ড ও জার্মানীর ২৮ পর্যটক। গতকাল বিকালে এশিয়ার সেরা পুরাকীর্তি ১২০ বছর পুরনো বরিশাল অক্সফোর্ড মিশন গির্জা পরিদর্শন করে মুগ্ধ হন তারা। পিরোজপুরের স্বরূপকাঠীতে পেয়ারা বাগান এবং বানারীপাড়ার ভাসমান হাট দেখতে যান তারা।
বুধবার কীর্তনখোলা নদীর নগরীর মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় ড্রেজার বেইজ পল্টুনে প্রমোদতরী গঙ্গাবিলাস নোঙ্গর করার পর পর্যটক ও জাহাজ কর্তৃপক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পরে পর্যটকদের নিয়ে যাওয়া হয় দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন পুরাকীর্তি অক্সফোড মিশন গির্জায়। সেখানে প্রার্থনা কক্ষসহ গির্জার আশেপাশের এলাকা ঘুরে দেখেন তারা।
জাহাজে বাংলাদেশে এসেছেন ২৭ জন সুইজারল্যান্ড এবং জার্মানীর এক পর্যটক। ৬২ মিটার লম্বা ও ১২ মিটার প্রস্থের জাহাজে ২৮টি বিলাসবহুল কামরায় অবস্থান করছেন তারা।
এ জন্য জনপ্রতি দিতে হয়েছে ২০ লাখ টাকা। জাহাজ পরিচালনা করছেন ভারতের ৪১ জন ক্রু। পর্যটকদের গাইড দিচ্ছে জার্নিপ্লাস ট্যুরিজম।
জার্নিপ্লাস ট্যুরিজমের কর্মকর্তারা জানান, ৫১ দিনের ট্যুরে ৩ হাজার ২’শ কিলোমিটার নদীপথ পাড়ি দেয়ার সময় বাংলাদেশ-ভারতের ২৭টি নদী ও ৫০টি পর্যটন কেন্দ্রে যাবে গঙ্গাবিলাস।
২০ বছর আগে আসা এবং পর্যটকদের সাথে নিয়ে আসার মধ্যে বিশাল পার্থক্য দেখছেন গঙ্গাবিলাসের পরিচালক।বাংলাদেশের সৌন্দর্য্যে তিনি মুগ্ধ। পর্যটকদের ভ্রমণে সর্বাত্মক সহযোগিতা করার কথা বললেন জেলা প্রশাসক।
তাদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেয়া হয়েছে, বললেন টুরিস্ট পুলিশ সুপার।
১৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামের চিলমারী হয়ে ভারতের আসামে যাবে জাহাজটি। ১ মার্চ আসামের শেষ সীমান্তে দিপড়ুগড়ে নোঙ্গর করার মধ্য দিয়ে শেষ হবে গঙ্গাবিলাসের ৫১ দিনের সফর।