দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস
- আপডেট সময় : ০৫:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫১৭ বার পড়া হয়েছে
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় শহর, জেলা উপজেলায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে সমবায় দিবস।
এবছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সমবায় দিবসের প্রতিপাদ্য “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”। সকালে বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালে নানা আয়োজনে দিনটি পালিত হয়। সকাল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে বিভাগীয় শহরগুলোতে কর্মসূচির শুরু হয়। অংশ নেন অনেকে।
একই প্রতিপাদ্য নিয়ে সকালে ময়মনসিংহ জেলা পরিষদ প্রাঙ্গনে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন শুরু হয়। বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ। পরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটে সমবায়ীদের মাঝে চেক ও ক্রেস্ট দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর।
সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটিতে আলোচনা সভা হয়। পরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৫টি সমবায় সমিতিকে সম্মননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়।
ঝিনাইদহে ইকো পার্কে জেলা সমবায় অফিসে অনুষ্ঠানে পৌরসভার মেয়রের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
৪৯তম জাতীয় সমবায় দিবসে পাবনা ও পটুয়াখালীতে আলোচনা সভা হয়। গোপালগঞ্জে জেলা প্রশাসকে কার্যালয়ে ও টুঙ্গিপাড়ায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিবসটিতে সকালে নাটোর জেলা সমবায় বিভাগের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।