দেশের বিভিন্ন জেলায় স্বল্প পরিসরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস
- আপডেট সময় : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে স্বল্প পরিসরে বরিশাল, চুয়াডাঙ্গা, চাঁদপুর, জামালপুর ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। করোনার কারণে এবারের স্বাধীনতা দিবসে মূল আনুষ্ঠানিকতা বাতিল করা হলেও জেলা সদরে সীমিত কর্মসূচি পালন করে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।
সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার সুনির্দিষ্ট অতিথিদের নির্দিষ্ট দূরত্ব বজায় সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, করোনার সংক্রমন প্রতিরোধে রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুসারে সীমিত আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে।
চুয়াডাঙ্গায় সদর থানা চত্বরে রাত ১২টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৭ টায় স্বল্প পরিসরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর আগে পুষ্পমাল্য অর্পণ করা হয় জাতির পিতার প্রতিকৃতিতে।
চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সংক্ষিপ্ত কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহরের অঙ্গীকার পাদদেশে ৩১বার তোপধ্বনি ও সকাল ৮টায় সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক। পরে জেলা পুলিশের একটি চৌকস দল জাতীয় পতাকাকে সম্মানপ্রদর্শনসহ গার্ড অব অর্নার প্রদান করেন।
কুড়িগ্রামে ভোরে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় । এরপর স্বাধীনতার বিজয় স্তম্ভ, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এবং মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। এছাড়াও জেলা আওয়ামী লীগ দলীয় জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
মেহেরপুরে জেলা প্রশাসকের কার্ষালয় চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৬টায় শহরে কলেজ মোড়ে অবস্থিত শহীদ মিনারে জেলা প্রশাসক আতাউল গনি পূস্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।
নাটোরে স্বাধীনতা চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ শাহ রিয়াজ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।
কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অস্থায়ী মুজিব মঞ্চে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।