রেলি, আলোচনা সভাসহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।
ময়মনসিংহে নগরীর টাউন হল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনার আয়োজন করা হয়।
খুলনায় রেলি ও আলোচনা সভায় বক্তারা, আওয়ামী লীগের নীতি ও আদর্শকে ধারণ করে দলকে আরও এগিয়ে নেয়ার আহবান জানান।
নানা আয়োজনে পটুয়াখালীতে দলটির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা।
পাবনায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল রাত ১২ টা ১মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কুড়িগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলন, রেলি ও সমাবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
নেত্রকোণা, যশোর, কুষ্টিয়া, নাটোর ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।