দেশের ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মুনির আর নেই। বুধবার আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার।
দুপুরে স্ত্রী ও একমাত্র ছেলে মেহরাবকে নিয়ে সিলেটে বেড়াতে যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা ওঠে মুনিরের। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন মুনির। এরপর সুস্থ হয়ে কর্মজীবনেও ফেরেন তিনি। খেলোয়াড়ি জীবনে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি। হয়েছিলেন দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান। একসময় জাতীয় দলেও খেলেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক অ্যান্ড প্রটোকল কমিটির সাবেক সদস্য সচিব হিসেবেও কাজ করেছেন। ঘরের মাঠে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেন মুনির।