দেশের এমন পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞা আসা স্বাভাবিক : আমির খসরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
দেশের এই পরিস্থিতিতে মার্কিন নিষেধাজ্ঞা আসা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। দুর্নীতি ও লুটপাটে অভ্যস্ত আওয়ামী লীগের স্মার্টনেস থেকে দেশ রক্ষায় ২৭ দফার বিকল্প নেই বলেও দাবি করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ব্যাখ্যা দিতে আলোচনা সভা করে ড্যাব ঢাকা মহানগর উত্তর।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ২৭ দফা ছাড়া দেশের সংকট দূর করা সম্ভব নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিভিন্ন দূতাবাসকে ব্যবহার করে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ইচ্ছে গ্রহণযোগ্য নয়।
রাষ্ট্র ক্ষমতা দখল করে দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।