দেশের উন্নয়নে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল আশার বাতিঘর : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৪:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
পতেঙ্গা কনটেইনার টার্মিনাল দেশের উন্নয়নে আশার বাতিঘর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও সৌদির আরবের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে বলেন, পতেঙ্গায় সৌদি সরকারের এই বিনিয়োগ বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। শেখ হাসিনা বলেন, সৌদি আরবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষতাকে অগ্রাধিকার দেবে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আগামী ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব দেয়া হয় পৃথিবীর অন্যতম শীর্ষ লজিস্টিক প্রোভাইডার প্রতিষ্ঠান সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল আরএসজিটি-কে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফরত সৌদি সরকারের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার খালিদ বিন ফালিহ।
এর আগে আনুষ্ঠানিক বক্তব্যে বাংলাদেশকে বিনিয়োগের উৎকৃষ্ঠ গন্তব্য বলে মন্তব্য করেন রেড সি গেটওয়ে টার্মিনালের চেয়ারম্যান আমের এ আলিরেজ।
বক্তব্যে শুরুতে বাংলাদেশের বিনিয়োগের জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরএসজিটিকে কেন ২২ বছরের জন্য পতেঙ্গা টার্মিনালের দায়িত্ব দেয়া হল, তাও ব্যাখা করেন সরকার প্রধান।
পতেঙ্গা টার্মিনালের অর্থনৈতিক গুরুত্বও তুলে ধরেন সরকার প্রধান।
দেশের ভৌগলিক অবস্থান বিবেচনায় বাংলাদেশকে প্রাচ্য ও প্রাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান শেখ হাসিনা।
সৌদি আরবে জনশক্তি রপ্তানির সময় দক্ষতাকে অগ্রাধিকার দেয়া হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।