দেশের অর্থ পাচারের সুনির্দিষ্ট কোন তথ্য নেই : সিআইডি প্রধান
- আপডেট সময় : ০৮:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ১৮০৪ বার পড়া হয়েছে
দেশে অর্থ পাচারের সুনির্দ্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি জানান, অর্থনীতি বিষয়ক অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট ডেটা নেই। বিশ্বের বিভিন্ন দেশে মানিলন্ডারিংয়ের ডেটা থাকলেও বাংলাদেশে এটা নেই। এমন অবস্থায় জরুরি একটি কেন্দ্রীয় ডেটা সেন্টার স্থাপনের দাবি জানান সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।
হোয়াটসঅ্যাপ, ইমেইল , ফেসবুক, গেমস, অনলাইন ক্যাসিনো ইত্যাদির মাধ্যমে প্রতারক চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে।
নামি দামি ব্যাক্তিদের দিয়েও চলেছে প্রচার প্রচারণা। এতে সাধারণ মানুষ দ্রুত বিশ্বাস করে হচ্ছে নিঃস্ব।
রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে ‘অনলাইন জুয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে অবৈধ অর্থ স্থানান্তর নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ’ বিষয়ক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
অনলাইনের মাধ্যমে অনেক টাকা পাচার হচ্ছে বলে জানিয়েছেন সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, দেশে প্রায় সাড়ে ছয় হাজারের বেশি অনলাইনে প্রতারণা করছে।
অনলাইনে জুয়া বা গ্যাম্বলিংয়ে ক্রিকেটার সাকিবের বিজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে সিআইডির প্রধান এড়িয়ে যান।
দেশে অনলাইন জুয়া বা গ্যাম্বলিং নিয়ন্ত্রণে অন্যতম চ্যালেঞ্জ তথ্যের ঘাটতি এবং কোনো গবেষণা ও সুনির্দিষ্ট আইন না থাকা বলেও মন্তব্য করেন মোহাম্মদ আলী মিয়া।