দেশের অর্জনকে যারা নিজের অর্জন মনে করে না, তাদের রাজনীতি করা উচিত নয় : কাদের
- আপডেট সময় : ০৭:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
দেশের অর্জনকে যারা নিজের অর্জন মনে করে না, তাদের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, অপ-রাজনীতি করে নিজেরা ছোট হয়েছেন, তবে দেশটাকে ছোট করবেন না। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা বিএনপি নেতাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে। রাজাধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এতে তিনি বলেন, দেশে রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। সাম্প্রদায়িক সম্প্রীতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের রুখে দিতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরে নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে প্রতীকী অনশন ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন,জড়িতদের দৃষ্টান্ত মুলক বিচার নিশ্চিত করা না গেলে অগ্নিসংন্ত্রাসের মতো অপরাধ আবারও করবে তারা।
অগ্নি সন্ত্রাসের মাধ্যমে বিএনপি-জামায়াতের মানবাধিকার লঙ্ঘন নিয়ে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর উদাসীনতার সমালোচনা করেন ড. হাছান মাহমুদ।