দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বিএনপি : মাহবুবউল আলম হানিফ
- আপডেট সময় : ০২:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত চক্র। এ মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের।
যারা আন্দোলনের নামে নাশকতার চেষ্টা করছে তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারী দেন তিনি। শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, যারা মানবিকতার কথা বলে, তারা শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে মানবিকতার সর্বোচ্চ লঙ্ঘন করেছে। শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা পিতা-মাতার বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
কোন চোরাগলি হয়ে ক্ষমতার মসনদে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
জাতির অস্তিত্ব টেকাতে সরকারের পতন দরকার– মির্জা ফখরুলের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এদেশের অস্তিত্ব টিকে আছে আওয়ামী লীগের ওপর। তিনি বলেন, আর্থ-সামাজিক ও ভূরাজনৈতিক সবক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান আগের চেয়ে সুসংহত হয়েছে।
বিএনপি নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও ব্যর্থতা ঢাকতে অনেক কথাই বলার চেষ্টা করছে। জনগণের এসবে কোন আগ্রহ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।