দেশেবিরোধী ষড়যন্ত্রকারীরাই র্যাবের ভূমিকা নিয়ে সমালোচনা করছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:১২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশেবিরোধী ষড়যন্ত্রকারীরাই রেবের ভূমিকা নিয়ে সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের বরণ ও কর্মশালায় এ কথা বলেন তিনি।
এসময় মন্ত্রী আরো বলেন, মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে রেব। এ সব ক্ষেত্রে অনেক উন্নত দেশের তুলনায় কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। রেবের ভূমিকা নিয়ে সমালোচনাকারীরা দেশবিরোধী কাজে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মুজিবুল হক।