ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার পর এবার দেশি-বিদেশি সব শ্রেণির খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আসন্ন আসরে সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটার পারিশ্রমিক পাবেন ৮০ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা।
নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। আগামী ২ সপ্তাহের মধ্যে সুযোগ পাওয়া সাত প্রতিষ্ঠানকে গ্যারান্টি মানির প্রায় ১০ কোটি জমা দিয়ে নিজেদের ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। আসরে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো একজন করে ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবেন। এর বাইরে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে দলগুলোকে। ২০২৩ সালের ৬ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের। তিনটি ভেন্যুতে হবে এবারের খেলা। সবমিলিয়ে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।