দেশবিরোধী দলকে আর মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আর যেন কোনো সুবিধাভোগী, দেশবিরোধী দল এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৪১ এর মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি লড়াই , সংগ্রাম, অর্জনে ছাত্রলীগের ভুমিকা তুলে ধরেন বঙ্গবন্ধুকন্যা। বলেন, দেশপ্রেম না থাকলে কেবল ক্ষমতা ভোগ করা যায়, কিন্তু দেশ ও জনগনের জন্য কিছু করা যায় না।
সন্ত্রাস, চাঁদাবাজী, জঙ্গীবাদ, দুর্নীতি থেকে দূরে থেকে দল ও সংগঠনকে গড়ে তুলতে ছাত্রলীগ ও দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবিলার যোগ্যতা অর্জন করতে হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তরুণ প্রজন্মের সঙ্গে একযোগে ছাত্রলীগকে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
বাংলাদেশ এখন এক সম্ভাবনার নাম- উল্লেখ করে সরকার প্রধান বলেন, এই সম্মান ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে।