দেশজুড়ে করোনা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের আওতায় প্রায় ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে
- আপডেট সময় : ০৭:৩৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে করোনা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের আওতায় প্রায় ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। আগামীকাল শনিবার থেকে এই ক্যাম্পেই শুরু হবে। দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস অডিটেরিরামে দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সংবাদসম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ কথা জানান।
তিনি আরো জানান, ভ্যাক্সিনের অপ্রতুলতা সত্ত্বেও সরকার দেশের আপামর জনসাধারণকে ভ্যাকসিন দিতে বদ্ধপরিকর। বর্তমানে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। যার পরিপেক্ষিতে সরকার আগামী ৭ আগস্ট থেকে দেশব্যাপী কোভিড ১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নিয়েছে। ৭ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব নারী-পুরুষ, শারীরিক প্রতিবন্ধী, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকা দেওয়া হবে। ধারাবাহিক ভাবে ১২ ই আগষ্ট পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।














