দেশজুড়ে চলছে বিএনপি ও সমমনা দলের সকাল-সন্ধ্যা হরতাল
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে চলছে বিএনপি ও সমমনা দলের হরতাল। বুধবার অষ্টম দফায় একদিনের অবরোধ শেষ আজ সকাল ৬টায়। বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকালে গুলশান ও উত্তরায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে, গাজীপুরে ঢাকা-বাইপাস মহাসড়কে ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছেন হরতাল সমর্থকরা। অবরোধের রাতে খাগড়াছড়ির মাটিরাঙায় রাতের আঁধারে যাত্রীবাহী বাসসহ অন্তত ছয়টি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
সৈয়দ এ কে একরামুজ্জামানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় তাঁকে দল থেকেও বহিষ্কার করা হয়।