দেশজুড়ে আবারো গ্রেফতার শুরু করেছে সরকার : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
বিএনপির জনসমর্থনে সরকার ভয় পেয়ে, দেশজুড়ে আবারো গ্রেফতার শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, কোনো কিছুইতে আন্দোলন ঠেকাতে পারবে না। বিএনপিসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন তাদের অধিকার আদায়ের জন্য। বিভাগীয় গণসমাবেশে প্রমাণিত হয়েছে দেশের জনগন বিএনপিকে চায়। রুহুল কবির রিজভী বলেন, সব সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের নাটক করেছে সরকার। সরকার দেশকে গ্রেফতার ও গুমের রাজ্যে পরিণত করছে। তরুণ যুবকরা ভয়ংকর আতঙ্কের মধ্যে দিনযাপন করছে বলেও অভিযোগ করেন, বিএনপির এই নেতা।