দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিতে হবে, বলেছেন মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম। দেশকে পেছনের দিকে নিতে চাইলে রাজনৈতিক পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য মন্ত্রীর।
শেখ হাসিনা স্থানীয় সরকারকে শক্তিশালী করে সাজিয়েছেন বলেও মন্তব্য তার। দুপুরে পিরোজপুর সদর উপজেলা চত্ত্বরে “জাতীয় স্থানীয় সরকার দিবস” উপলক্ষে আয়োজিত রেলী, উন্নয়ন মেলা ও উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি । এসময় প্রানিসম্পদ মন্ত্রী আরো বলেন, পদ্মা সেতুসহ সকল উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বর, দলীয় নেতাদের কাজ করতে হবে।