দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পরিকল্পনামন্ত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
দেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন- এপেক্স ক্লাবের সেবা মাস উদ্বোধন ও পরিচালক সম্মেলনে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে আধুনিক সুন্দর-সমৃদ্ধ সমাজ গঠনে এপেক্স কর্মীরা কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। যার যার অবস্থান থেকে সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করার আহবান জানান তিনি। সম্মেলনে সারাদেশের নয়টি জোন থেকে ১৩৪টি চার্টার্ড ও ১৬টি আনচার্টার্ড এপেক্সিয়ানরা অংশ নেন। বক্তারা বলেন, এটি একটি অরাজনৈতিক ও অসম্প্রদায়িক সংগঠন। সমাজকে নিঃস্বার্থ সেবাদান ও বিশ্বব্যাপী যুবসমাজের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে উন্নত বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।