কুমিল্লার দেবিদ্বারে করোনায় আক্রান্ত হয়ে জামাল হাজারি নামে এক মুদি দোকানদারের মৃত্যু হয়েছে।
জামাল করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। এরপর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অক্সিজেনসহ এম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে সে মৃত্যুবরণ করে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আহাম্মদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। জামাল হাজারি দেবিদ্বার পৌর এলাকার চাপানগর হাজারী বাড়ির সিরাজুল ইসলাম হাজারির পুত্র। করোনায় আক্রান্ত হয়ে দেবিদ্বারে এ পর্যন্ত চারজনের মৃত্যু হলো।