দু’ হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ভোটগ্রহণ

- আপডেট সময় : ০৭:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আগামী বছর নভেম্বরে তফসিল আর ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোটের দিন নির্ধারণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ কর্মপরিকল্পনার কথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান। এ সময় কমিশনাররা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতেই এ রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
কোভিড পজিটিভ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াই প্রকাশ করা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা। সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় ইসির করণীয়, প্রযুক্তির ব্যবহার, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদসহ নানা বিষয় উল্লেখ করা হয়।
২০২৩ সালের নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা করা হয়।
কর্মপরিকল্পনা অনুযায়ী সবার অংশগ্রহনে এটি সুষ্ঠু, অবাধ ও স্বতঃস্ফূর্ত নির্বাচন উপহার দিতে চায় বর্তমান কমিশন।
ব্যলটে ভোট গ্রহণে ঝুঁকি থাকায় ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা জানান নির্বাচন কমিশনাররা।
নির্বাচনের আগে কাউকেই হয়রানিমূলক মামলা দেয়া হবে না জানিয়ে নির্বাচন কমিশনাররা বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আন্তরিকতা ও চেষ্টার কোনো ঘাটতি থাকবে না।