ব্যবহারিক বিভিন্ন ট্রায়াল কার্যক্রম দিয়ে দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
তিনি বলেন, সচেতনতাই পারে দুর্যোগসহ ভূমিকম্প মোকাবিলা করে জনজীবনে নিরাপত্তার নিশ্চয়তা দিতে। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ ব্যবস্থাপনায় ঢাকায় ৪ দিনব্যাপী আন্তর্জাতিক অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। “রিসাইলেন্স থ্রু প্রিপারেডনেস”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে ড্রি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় মাইলফলক হয়ে থাকবে বলে আশা করেন মন্ত্রী।