দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রাশেদুল হাসানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছেন কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত কল্যাণ পরিষদ।
বিকেলে মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিষদের নেতারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অধিদপ্তরের উন্নয়নমূলক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করছেন এই কর্মকর্তা। তার কর্মকান্ডে অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারির মধ্যে চরম অস্থিরতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো: রাশেদুল হাসানকে এই অধিদপ্তর থেকে প্রত্যাহার না করা হলে সব কর্মকর্তা-কর্মচারী কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করবে।