দুর্যোগে বিরোধী দলের রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা দু:খজনক : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫২:২৩ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / ১৮২৩ বার পড়া হয়েছে
বৈশ্বিক ও প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ জন্য ভর্তুকিসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি অভিযোগ করেন, দেশের দুর্যোগের সময় বিরোধী দলের রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা দু:খজনক। ঘোলা পানিতে মাছ শিকাররে প্রবনতা পরিহার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায়, শুরু হয় জাতীয় সংসদের ২০তম অধিবেশনের ৪র্থ দিনের কার্যক্রম।
প্রশ্নোত্তর পর্বের শুরুতেই সিলেট ২ আসনের সাংসদ মোকাব্বির খানের প্রশ্নের জবাবে, ইউক্রেন রাশিয়া যুদ্ধে সৃষ্ট বৈশ্বিক সংকট এবং মূল্য স্ফীতির চাপ থেকে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষায় সরকারে নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
দুর্যোগকালীন রাজনৈতিক ঐক্যের প্রশ্নে জাতীয় পার্টির মজিবুল হক চুন্নুর করা প্রশ্নে, পাল্টা প্রশ্ন ছুড়ে দেন শেখ হাসিনা।
বিরোধী দল ও গণমাধ্যমের সমালোচনা সত্ত্বেও জনগনের কল্যানে করণীয় সব কিছু করার অঙ্গীকার ব্যক্ত করেন সরকার প্রধান।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী।
মানুষকে ভয় পাওয়ানোর জন্য নয়, সতর্ক করতেই দুর্ভিক্ষের আগাম হুশিয়ারি দেয়ার কথাও জানান শেখ হাসিনা।