দুর্যোগে কেউ ক্ষতিগ্রস্থ হলে ব্যবস্থা গ্রহণ করা স্থানীয় সরকারের দায়িত্ব : বাণিজ্য প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কোথাও কেউ বন্যায় বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা স্থানীয় সরকারের অন্যতম দায়িত্ব। বন্যা কবলিত এলাকার স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের সার্বক্ষণিক মনিটরিং করতে হবে।
মন্ত্রী বলেন, স্থানীয় উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভূমিকা অপরিসীম। দুপুরে নাগরপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নাগরপুর উপজেলার নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান ব্যারিষ্টার শালমান শামস জিৎ, উপজেলা সহকারি কমিশনার দ্বীপ ভৌমিকসহ ১২ ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।