দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছেলে নিহত, বাবা গুরুতর আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছেলে নিহত এবং বাবা সাদেক মুন্সি গুরুতর আহত হয়েছেন। গত রাতে তারাকান্দা উপজেলার মাঝিয়াল বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারিসহ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে তারাকান্দা থানা পুলিশ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, রাতে বাজারে হতাহতদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ইকবাল ও তার বাবা সাদেক মুন্সিকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে আহত বাবা-ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় মারা যায় ইকবাল। আহত সাদেক মুন্সির অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।