দুর্নীতি-লুটপাটে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে : জিএম কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
এক বছরে সরকার চার লাখ কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দেশের মানুষের কষ্ট লাঘব না করে অর্থ পাচারে মশগুল সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ।
দুপুরে জামালপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুস্তফা মাহমুদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহাসচিব মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চুন্নু, জাকির হোসেন খান সহ আরো অনেকে। পরে জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি পদে প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদকে সভাপতি ও জাকির হোসেন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়