দুর্নীতি, প্রশাসনের দুর্বলতা ও অর্থায়ন নিয়ে ব্যবসায়ীরা এখন ত্রিমুখী চ্যালেঞ্জে রয়েছে : সিপিডি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
দুর্নীতি, প্রশাসনের দুর্বলতা ও অর্থায়ন নিয়ে, ব্যবসায়ীরা এখন ত্রিমুখী চ্যালেঞ্জে রয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ… সিপিডি।
নিজ কার্যালয়ে ২০২১ সালের ব্যবসার পরিবেশ নিয়ে করা এক জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রতিষ্ঠানের গবেষকরা। এসময় জানানো হয়, দেশের ৬৩ শতাংশ ব্যবসায়ী মনে করে প্রণোদনা প্যাকেজ বন্টন প্রক্রিয়া দুর্বল ছিল। ৪২ শতাংশের মতে দেশের অর্থনীতি এখন চাপে রয়েছে। করোনা ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত তিন বছর সময় লাগবে বলেও জরিপে উঠে আসে। এছাড়া, করোনায় এক শ্রেণীর ব্যবসায়ীর সম্পদ বেড়েছে বলেও মন্তব্য করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অর্থনীতি পুনরুদ্ধারে অর্থ পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি তোলেন সিপিডির গবেষকরা।