অবশেষে সংসদ সদস্য পদ হারাচ্ছেন হাজী সেলিম। দু’বছরের বেশি সময় কারাদণ্ড পাওয়ায় পদ থাকার প্রশ্নই উঠে না বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। একইসঙ্গে তিনি বলেন, কারাগার থেকে জামিনের আবেদন করলেও মোকাবেলায় প্রস্তুত রয়েছে দুদক। জানা আয়ের বাইরে সম্পদ থাকার মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমকে কারাগারে পাঠানোর প্রতিক্রিয়ায় এসব বলেন তিনি।
দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
দুদকের মামলায় বিচারিক আদালতের দেয়া ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী।
সংবিধানের ৬৬ অনুচ্ছেদের আলোকে হাজী সেলিমের সংসদ সদস্য পদ বহাল থাকার কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ব্যক্তি যতোই ক্ষমতাবান হোক, আইনের চোখে সবাই সমান। আদালতের সিদ্ধান্তে তাই প্রমাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।