দুর্নীতির অভিযোগে তেল বিপণন কোম্পানি পদ্মার এমডিকে মেঘনায় বদলী
- আপডেট সময় : ০১:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১৭ বার পড়া হয়েছে
রাষ্ট্রয়াত্ব তেল বিপনন কোম্পানি পদ্মা অয়েল সাবেক এমডি সালেহ ইকবালের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিমানের তেল চুরি, যে কোন কাজে নিয়ম নীতির তোয়াক্কা না করা, কর্মকর্তা-কর্মচারীদের ইচ্ছেমতো বদলি বা পদোন্নতিসহ নানা অনিয়মে তাঁকে মেঘনায় বদলি করে বিপিসি। তবে সেখানেও দুর্নীতির শাখা প্রশাখা মেলতে শুরু করেছে দুর্নীতিবাজ এই এমডির। অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে পদ্মা ও মেঘনায় ধর্ণা দিয়েও দায়িত্বশীল কারো দেখা মেলেনি।
রাষ্ট্রয়াত্ব তিনটি তেল বিপনন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় পদ্মা অয়েল কোম্পানী। পেট্রোল, অকটেন, ডিজেল, কেরসিন, বিটুমিন, এলপি গ্যাসের পাশাপাশি বিমানের জ্বালানী জেট ফুয়েলের একমাত্র পরিবেশক পদ্মা। জ্বালানী খাতের সবচেয়ে গুরুত্বপুর্ণ ও বড় এই প্রতিষ্ঠানটির শীর্ষ কর্তাদের বিরুদ্ধে রয়েছে অসংখ্য দুর্নীতির অভিযোগ। যা তদন্ত করছে দুদকসহ একাধিক প্রতিষ্ঠান।
ভৈরব বাজার ডিপোর জেটিতে সাম্প্রতি এই বার্জ ট্যাংকার ও স্থলভাগে একটি রিজার্ভ ট্যাংক নির্মানের কাজ পায় পদ্মার সাবেক এমডির বন্ধুর ঠিকাদারি প্রতিষ্ঠান ইনোভেটিভ এসোসিয়েট। বার্জটি ডেলিভারি দিলেও ট্যাংক নির্মানের কাজ এগিয়েছে মাত্র ২৪ শতাংশ।এরই মাঝে প্রকল্প তদারকি কমিটির অনুমোদন ছাড়া এক কোটি ৬৫ লাখ টাকার বিল পরিশোধ করার পাশাপাশি জামানতের ৭৫ লাখ টাকাও ফেরত দিয়েছে পদ্মা। অথচ নিয়মানুযায়ী প্রকল্প হস্তান্তরের এক বছর পর এই টাকা ফেরত দেয়ার কথা। এতে হতবাক দুদকের এই আইনজীবী।
গেলো অক্টোবরে গুপ্তখাল ডিপো থেকে শাহ আমানত বিমানবন্দরে নেয়ার পথে প্রতি ট্যাংক লরি থেকে আড়াইশো লিটার করে জেট-ফুয়েল চুড়ির বিষয়টি ধরা পড়ে।কিন্তু বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করে তৎকালিন এমডি। এতোসব অভিযোগের কারনে মাত্র ৬ মাসের মাথায় ১৯ জানুয়ারি তাকে মেঘনায় বদলী করে বিপিসি।বদলীর খবর শুনে তড়িঘরি করে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ভাইসহ বেশ কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতি ও কয়েকজনকে বদলি করেন ওই দিনই। যা সম্পুর্ণ অনৈতিক বলে মনে করেন বিশ্লেষকরা।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে আবু সালেহ ইকবালের বর্তমান কর্মস্থল মেঘনা পেট্রোলিয়ামে গিয়েও তার দেখা পায়নি এসএ টিভি। তবে টেলিফোনে অভিযোগ অস্বীকার করার পাশাপাশি ঠিকাদারের পক্ষেই সাফাই গাইলেন তিনি।
বিষয়গুলো নিয়ে পদ্মা অয়েলের বর্তমান এমডির বক্তব্য জানতে চাইলে তিনিও দেখা দেননি এসএটিভিকে।