দুর্নীতির অভিযোগে বন্ধ সুনামগঞ্জ হেলথ টেকনোলজি ভবন নির্মাণ কাজ
- আপডেট সময় : ০৪:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জে ৩৬ কোটি টাকা ব্যয়ে ইস্টাবলিষ্টমেন্ট অফ ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি ভবন নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধ্বসে পড়েছে সীমানা প্রাচীর। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দীর্ঘ ৮ মাস ধরে বন্ধ নির্মাণ কাজ। তদন্ত কমিটির প্রতিবেদনও আলোর মুখ দেখেনি এখনও। পুরো ভবন ধ্বসে পড়ার আশঙ্কা স্থানীয়দের। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী এলাকাবাসীর।
হাওরাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে ৩৬ কোটি টাকা ব্যয়ে ইস্টাবলিস্টমেন্ট অফ ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজির যাত্রা শুরু ১৪ জানুয়ারী ২০২১ সালে। কাজ বুঝে পায় মেসার্স বিবিএল এন্ড এমটি জনজিবি।
কাজের শুরুতেই এই প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগ উঠে। এরপরেও খবরটিতে পাত্তা দেয়নি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কিংবা ঠিকাদারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
প্রয়োজনীয় কাচাঁমালের সঠিক ব্যবহার এবং প্রয়োজনীয় পাইলিং ছাড়াই ভবন নির্মাণ করায় তিনবছরের মাথায় বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ধ্বসে পড়েছে বাউন্ডারী দেয়ালও।
যে কোন বড় ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। দাবি উঠেছে অনিয়ম দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের।
দুর্নীতিবাজ ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গাইলেন এই স্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা।
সীমানা প্রাচীর দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে আইএইচটি’র কার্যক্রম শুরু কথা বলছেন স্থানীয়দের।