প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, এখন দুর্নীতিবাজদের তিরস্কার না করে উল্টো উৎসাহ দেয়া হয়। ঢাকায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, শুধু আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। আর দুর্নীতি বন্ধ না হলে, দেশের উন্নয়নের গতিও টেকসই হবে না বলে মন্তব্য করেন তিনি।
দুর্নীতি প্রতিরোধে ২০০৪ সালের ২১ নভেম্বরে প্রতিষ্ঠিত হয় দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠার এতো বছর পরও এর কার্যকারিতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। মেগা দুর্নীতি বাদ দিয়ে, শুধু চুনোপুঁটিদের নিয়ে বেশি টানাহ্যাঁচড়ার অভিযোগও রয়েছে দুদকের বিরুদ্ধে।
রাজধানীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনায় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। এর জন্য শুধু সরকারি কর্মকর্তারাই দায়ী নয়। একশ্রেনীর সুবিধাবাদীরা তাদের দুর্নীতিতে প্রলুব্ধ করে।
তিনি মনে করেন,দেশের উন্নয়নের অগ্রযাত্রায় বড় বাধা দুর্নীতি। শুধু আইন দিয়ে নয়,দুর্নীতি বন্ধে সজাগ হতে হবে সবাইকে।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, দুর্নীতিবাজদের নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। দুদককে আরো কঠোর হওয়ার আহবান জানান তিনি।
সরকারের জিরো টলারেন্সের অঙ্গীকার বাস্তবায়ন হয়নি বলে মত দেন বক্তারা।