দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজমের দলের আজ প্রতিপক্ষ নামিবিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আজ দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজমের দলের প্রতিপক্ষ নামিবিয়া। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। অনবদ্য ফর্মে থাকা বাবর আজমের দলের প্রতিপক্ষ আজ নামিবিয়া। ফর্মের কথা বিবেচনায় পাকিস্তান একাদশে পরিবর্তন করা প্রয়োজন নেই। তবে কম গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়া রিজার্ভ বেঞ্চের একাধিক ক্রিকেটারকে সুযোগ দেয়া হতে পারে একাদশে। হায়দার আলী ও মোহাম্মদ নওয়াজ পেতে পারেন সুযোগ। অন্যদিকে জয় দিয়ে সুপার টুয়েলভের অভিযান শুরু করার পর গেলো ম্যাচে আফগানিস্তানের কাছে হারের স্বাদ পেয়েছে নামিবিয়া। কিন্তু তারপরও পাকিস্তান ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার কথা ডেভিড উইজির দলের।