দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ
- আপডেট সময় : ০৪:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। অনুমতি পাওয়ার প্রথম দিন থেকেই ট্রাক ভরে ইলিশ রফতানি করেছে বরিশালের ব্যবসায়ীরা। তবে বর্তমানে মাছ আহরণের সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায়ীরা কিছুটা হতাশ। অতিরিক্ত মূল্যে মাছ কিনে সরকারের বেধে দেয়া দামে মাছ রফতানী করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।
আসন্ন দুর্গাপূজায় ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে ৫ সেপ্টেম্বর ইলিশের প্রথম চালান ভারতে পাঠানো হয়েছে। এরপর থেকে পর্যায়ক্রমে প্রতিদিনই ৭ থেকে ৮ টন ইলিশ রফতানি হচ্ছে। সব চালান যাচ্ছে বরিশাল থেকেই
৪৯ টি প্রতিষ্ঠান পেয়েছে ইলিশ রফতানি অনুমতি। এর মধ্যে বরিশালের ৪ টি। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রফতানি করতে পারবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রফতানির অনুমতি রয়েছে। এ সময়ের মধ্যে রফতানি করা যাবে ২ হাজার ৪৫০ টন ইলিশ।
অনাবৃষ্টি ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় ভরা মৌসুমেও নেই ইলিশের কাটতি। যে পরিমাণ সংগ্রহ হচ্ছে এলসি চালু থাকায় তাড়াতাড়ি বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের।
এদিকে বাজারে ইলিশ কিনতে আসা সাধারণ ক্রেতাদের দাবি দেশের চাহিদা মিটিয়ে রফতানি করতে পারলে বৈদেশিক মুদ্রার অর্জন বাড়বে।
রফতানির অনুমতি সারা বছর এবং সারা বিশ্বের জন্য চালু করা উচিত বলে মনে করছেন ইলিশ ব্যবসায়ী। ইলিশ রফতানির অনুমতি পাওয়ায় তৈরি হয়েছে কাজের ক্ষেত্র।
২০১০ সালে বাংলাদেশ থেকে শেষবার ইলিশ রফতানি করেছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। দেশের বাজারে ইলিশের চড়া দাম হওয়ায় তখন ইলিশ রফতানি বন্ধ রাখে সরকার।