দুর্গাপূজা উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দুর্গাপূজা উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে।
শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য-সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।’ শেখ হাসিনা বাণীতে আরো বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জনগণের জন্য সকল সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের অনুরোধ জানান তিনি।’ প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।