দুর্গাপূজার নাটকে মিষ্টি মারিয়া
- আপডেট সময় : ০৮:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি মারিয়া। সম্প্রতি তিনি দুর্গাপূজা উপলক্ষে একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন। নাটকেরনাম ‘অর্ঘ্য’। সঞ্জয়কান্তর রচনায় এটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।
‘অর্ঘ্য’ নাটকে মিষ্টি মারিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন সুজাতা, সুব্রত চক্রবর্তী, শিশির আহসেদ, রিয়া চৌধুরী, বিমল ব্যানার্জি, প্রীতি জান্নাত, তাপসসরকার প্রমুখ।
নাটকে দেখা যাবে, মদে আসক্ত চারুশিল্পী অমল সেনের একমাত্র ছেলে বিমল সেন সকলের চোখের মণি। মা মরা বিমল পড়ালেখা শেষ করেও কোনোচাকরি পায় না। কিন্তু তাতে কোনো সমস্যা নেই। একই পাড়ার বড় ব্যাবসায়ী প্রতাপ চৌধুরীর ডান হাত সে।
প্রতিবারের মতো প্রতাপ চৌধুরীই পাড়ার পূজার উদ্যোক্তা। আর পূজার স্টেজ সাজাবে অমল। একইভাবে পূজার চাঁদা তোলা, প্রতিমা নিয়ে আসা থেকে শুরুকরে পূজার শেষঅব্দি সব দায়িত্ব বিমলের কাঁধে। কিন্তু বিমল প্রতিমা আনতে গেলেই ঘটে বিপত্তি। নানায় ঘটনায় এগুতে থাকে নাটকের গল্প।
জানা গেছে, আজ শনিবার (১ অক্টোবর) রাত ৯টায় নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে।























