দুদক পরিচালক শরীফউদ্দিনকে চাকরি থেকে অব্যাহতিতে স্বাধীন-নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দুদকের চাকরিচ্যুত কর্মকর্তা শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ ও পাল্টা অভিযোগের স্বাধীন-নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়।
রিটে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সচিব এবং চাকরিচ্যুত সাবেক উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীনকে বিবাদী করা হয়েছে। আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে বলেন, কোনো ব্যক্তির পক্ষে রিটটি করা হয়নি। আলোচিত ওই ঘটনায় চাকরিচ্যুত শরীফ উদ্দীন এবং দুদকের পাল্টাপাল্টি যে বক্তব্য গণমাধ্যমে এসেছে তার তদন্ত চাওয়া হয়েছে রিটে। বেশ কিছু অনিয়মের অভিযোগের তদন্ত করে আলোচনায় আসেন দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন। পরে চাকুরিবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগে শরীফকে অব্যাহতি দেয় দুর্নীতি দমন কমিশন।