দুদকের মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র ও সাবেক পৌর সচিবকে কারাগারে পাঠানোর নির্দেশ
- আপডেট সময় : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
দুদকের মামলায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও সাবেক পৌর সচিব রেজাউল করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
দুপুরে আদালতে তারা উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানী শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল ইসলাম জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক দু’টি মামলা দায়ের করেন। মামলায় অবৈধ নিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন না করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ও সাবেক পৌর সচিব রেজাউল করিমের নামে গত বছরের ২৫ নভেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন। বাগেরহাট পৌরসভায় নিয়ম বহির্ভূতভাবে ১৭ জনকে নিয়োগ দিয়ে সরকারি কোষাগার থেকে এক কোটি ২৬ লআখ ৮৮ হাজার ৮শ’ টাকা আত্মসাতের অপরাধে মেয়রসহ ১৮ জনকে আসামি করে একটি মামলা করা হয়।















