দুদকের মামলায় কর্ণফুলী গ্যাস কোম্পানীর ঠিকাদার নেছার আহমেদের জামিন বাতিল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
 - / ১৬৩৫ বার পড়া হয়েছে
 
দুদকের মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ঠিকাদার নেছার আহমেদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত।
এসএটিভির অনুসন্ধান প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ আদেশ দেয় আদালত।
দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানান ওই ঠিকাদার। আদালত আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলার অন্য আসামীরা পলাতক । নগরীর চাঁন্দগাও কলোনীতে ১০ তলা ভবন নির্মাণের নামে ১০ কোটি টাকা আত্মসাৎ করে ঠিকাদার নেছার। তার সঙ্গে যোগসাজস ছিলো কর্ণফুলী গ্যাসের সাবেক উপ-মহাব্যবস্থাপক আনিস উদ্দিন ও তার স্ত্রী কামরুন্নাহারের। বিষয়টি এসএটিভির অনুসন্ধানী প্রতিবেদনে সম্প্রচার হলে তদন্ত শুরু করে দুদক। অভিযোগের সত্যতা পেয়ে ফেব্রুয়ারী মাসে আনিস উদ্দিন আহমেদ, কামরুন্নাহার ও নেছার আহমেদসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
																			
																		














